স্যামসাং ফোনে ডিডিআর৫ র‌্যাম

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১১:১৭  
ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য আরও দ্রুতগতির ডির‌্যাম আনছে স্যামসাং। ব্যবহার করতে যাচ্ছে ১৬ গিগাবাইট এলপিডিডিআর৫ মোবাইল ডির‌্যাম চিপ। এটি তৈরি করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের ১০-ন্যানোমিটার প্রযুক্তিতে। গত প্রজন্মের চিপের তুলনায় ২০ শতাংশ শক্তি কম খরচ করবে এটি। এরই মধ্যে গ্যালাক্সি এস২০ আল্ট্রা ফোনে ডির‌্যামটি ব্যবহার করেছে স্যামসাং। খুব শীঘ্রই অন্যান্য ফোনেও দেখা যাবে ডির‌্যামটিকে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, পাঁচ হাজার পাঁচশ’ এমবিপিএস গতিতে কাজ করে দেবে ওই ডির‌্যাম। ৫জি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ফোনকে বড় মাপের ডেটা সামাল দিতে সহায়তা করবে। এছাড়াও এর ফলে “প্রিমিয়াম স্মার্টফোনে আল্ট্রা-হাই-রেজুলিউশনের’ গ্রাফিক্সে গতিশীল ও প্রতিক্রিয়াশীল গেম খেলা সম্ভব হবে”।